যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জে বিএনপির হরতালে বিক্ষিপ্ত সহিংসতা

সিরাজগঞ্জে বিএনপির হরতালে বিক্ষিপ্ত সহিংসতাসিরাজগঞ্জে বিএনপির হরতালে বিক্ষিপ্ত সহিংসতাজেলা বিএনপি বলছে, নেতাকর্মীদের নামে 'মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও পুলিশী হয়রানির' প্রতিবাদে তাদের এই কর্মসূচি।
বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে দুপুর ১টায় শেষ হয়েছে সিরাজগঞ্জে জেলা বিএনপির ডাকা মঙ্গলবার অর্ধদিবস হরতাল।
নেতাকর্মীদের নামে 'মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও পুলিশি হয়রানির' প্রতিবাদে সোমবার সকালে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৭টার দিকে শহরের টুকু ব্রিজের ওপর ও ফজলুল হক সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 এছাড়া, সকালে জগাইমোড় এলাকায় পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জেলার এনায়েতপুরের কেজির মোড়েদুটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, পিকেটাররা গলির মধ্যে চোরাগুপ্তাভাবে পিকেটিং করেছে।সকালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান ওসি হাবিবুল।জেলা ট্রাফিক ইন্সপেক্টার মিলাদুল হুদা জানান, যান চলাচল স্বাভাবিক থাকায় হরতাল মনে হয়নি। 
ঢাকা মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে রোববার বিক্ষোভ মিছিল করে বিএনপি।মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ ভ্যান ও ক্লিনিক ভাংচুরের ঘটনায় ৬ শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা হয়। ওই রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন